তেঁতুলিয়ায় দুদলেই বিদ্রোহী প্রার্থী

Looks like you've blocked notifications!

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সাধারণ সদস্য পদে ২৫০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭৪ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১ নম্বর বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে পাঁচজন, সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন।

২ নম্বর তিরনইহাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে পাঁচজন, সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন।

৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে নয়জন।

৪ নম্বর শালবাহান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে পাঁচজন, সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন।

৫ নম্বর বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ছয়জন, সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন।

৬ নম্বর ভজনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন।

৭ নম্বর দেবনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে পাঁচজন, সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পাঁচজন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী ছয়জন।

ইউনিয়ন অনুযায়ী বিদ্রোহী প্রার্থীরা হলেন বাংলাবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের নায়বুল ইসলাম ও আব্দুল লতিফ, বিএনপির রাশেদ আলী। তিরনইহাটে বিএনপির তিনজন বিদ্রোহী প্রার্থী। এঁরা হলেন রফিকুল ইসলাম, আবু তাহের ও বাবুল ইসলাম।

তেঁতুলিয়ায় আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী। এঁরা হলেন জাহাঙ্গীর আলম মিয়া ও শরিফুল্লাহ।

শালবাহানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হাকিম। বুড়াবুড়িতে বিএনপির বিদ্রোহী প্রার্থী তারেক হোসেন। ভজনপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মোসলেম উদ্দিন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২২ মার্চ এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ। প্রতীক বরাদ্দ হবে ৩ মার্চ।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭৬ হাজার ৫৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ২৪২ এবং মহিলা ভোটার ৩৮ হাজার ৩০৫ জন।