ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শন্তু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সেজিয়া-হলদিপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
নিহত শন্তুর বাড়ি উপজেলার লালপুর গ্রামে। তাঁর বাবার নাম রওশন আলী।
মহেশপুর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইব্রাহিম জানান, গতকাল সোমবার সন্ধ্যায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় শন্তুকে। পরে রাতে তাঁকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য সেজিয়া-হলদিপাড়া মাঠে যায় পুলিশ। সেখানে শন্তুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শন্তু।
গত ১৮ ফেব্রুয়ারি উপজেলার কাজীরবেড় ইউনিয়নের গোপালপুর গ্রামের আনু মোল্লার ছেলে নরসুন্দর হাকিমুল ইসলাম পিনুর গলিত লাশ উদ্ধার করা হয়। তাঁকে অপহরণের পর খুন করা করে ঘাতকরা। এ হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি ছিলেন শন্তু।