টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিনে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
এর আগে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এই মহান নেতার প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় তাঁর পাশে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, গৃহায়ন ও পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাহারা খাতুন।
ধানমন্ডিতে শ্রদ্ধা জানানোর পর মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘যে রাজনৈতিক কর্মসূচি বা যে সমস্ত কর্মসূচি ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত হয়েছে, যার সঙ্গে জনগণের সম্পর্ক নেই—সেই কর্মসূচি কখনো চলতে পারে না।... আজকে খালেদা জিয়া যে তথাকথিত হরতাল বা অবরোধের নামে সন্ত্রাস করছিল ইতোমধ্যে জনগণ তা প্রত্যাখ্যান করেছে, জনগণের প্রত্যাখ্যানের কারণেই জনজীবন স্বাভাবিক হয়ে আসে।’
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। এদিন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি পালিত হয়।