প্রাচীন কৈবল্যধাম আশ্রমের জমি উদ্ধারের দাবি

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আজ বুধবার প্রাচীন কৈবল্যধাম আশ্রমের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধ করেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি : এনটিভি
চট্টগ্রামের প্রাচীন কৈবল্যধাম আশ্রমের জমি উদ্ধারের দাবি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।
আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এই দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আকবর শাহ্ থানাধীন ফিরোজ কলোনির শ্রী কৈবল্যধাম মন্দিরের বিপুল ভূমি দখল করে আশ্রমের ক্ষতি সাধনের অভিযোগ করেন। তাঁরা এসব ভূমি দখলের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি জহুরুল আলম জসিমের সংশ্লিষ্টতার কথা বলেন। এ সময় বক্তারা অবিলম্বে আশ্রমের জমি উদ্ধারের দাবি করেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের নেতা পুলক সিংহ, সুসেন কুমার দাশ, উত্তম মজুমদার বক্তব্য দেন। পরে সিটি মেয়র আ জ ম নাসির উদ্দীনের কাছে স্মারকলিপি দেন তাঁরা।