ঝিনাইদহে ‘ক্রিকেট খেলা নিয়ে’ হামলায় কিশোর নিহত
ঝিনাইদহ শহরের আদর্শ পাড়ায় ‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে’ প্রতিপক্ষের হামলায় নয়ন হোসেন (১৭) নামের এক কিশোর মারা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে ফেরির ওপরই তার মৃত্যু হয়। নয়ন জেলা শহরের আদর্শপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, তিনদিন আগে ক্রিকেট খেলা নিয়ে নয়নের সঙ্গে খেলোয়াড়দের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যায় এলাকার মর্নিংবেল স্কুলের পেছনে তাকে লোহার রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে দুর্বৃত্তরা। সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকালে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফেরির ওপরে মারা যায় সে ।
এ ঘটনায় পুলিশ সর্বশেষ বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত কাউকে আটক করেনি। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।