কুষ্টিয়ায় রেল ক্রসিংয়ে দুটি ট্রাক বিকল, ট্রেন চলাচল বন্ধ
কুষ্টিয়ার মজমপুর গেট রেল ক্রসিংয়ের ওপর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বালুবোঝাই দুটি ট্রাক বিকল হয়ে পড়ায় পোড়াদহ-রাজবাড়ী পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ওই পথ দিয়ে দৌলদিয়া থেকে খুলনাগামী ট্রেন চলাচলও বন্ধ হয়ে পড়েছে।
এ ছাড়া কুষ্টিয়া থেকে ঝিনাইদহ সড়কে পরিবহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। ট্রাক সরিয়ে কখন এই ট্রেন চলাচল স্বাভাবিক হবে তার সঠিক সময় জানাতে পারেনি কেউ।
মজমপুর গেটে দায়িত্বরত সার্জেন্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদ জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মজমপুর গেট দিয়ে ঝিনাইদহগামী একটি ট্রাক রেললাইন অতিক্রম করার সময় বিকল হয়ে যায়। সংস্কারের অংশ হিসেবে রেল লাইন উঁচু করার কারণে বালুবোঝাই ট্রাকটির পাতি (ফড়) ভেঙে বিকল হয়ে পড়ে। এর কিছু সময় পর একই স্থানে সড়কের অপর লাইন দিয়ে যাওয়ার সময় আরো একটি বালুবোঝাই ট্রাক একইভাবে বিকল হয়ে পড়ে। এর ফলে পোড়াদহ-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ ছাড়া কুষ্টিয়া থেকে ঝিনাইদহ সড়কে পরিবহন চলাচল বন্ধ থাকার কিছু সময় পর বিকল ট্রাকের পাশ দিয়ে একটি লাইন তৈরি করে চলাচল শুরু হয়। এতে সড়কের দুই পাশে অসংখ্য বাস-ট্রাক ব্যক্তিগত পরিবহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
এসআই আসাদ জানান, ট্রাক দুটি সরানোর কাজ চলছে। সড়ক ও জনপথ বা রেলের কোনো লোকজন আসেনি। কখন এই ট্রেন চলাচল স্বাভাবিক হবে তার সঠিক সময় জানাতে পারেননি তিনি। এইভাবে চললে সারা রাতেও ঠিক হবে কি না সন্দেহ তাঁর।