গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

রাজধানীতে একই পরিবারের পাঁচজন দগ্ধ

Looks like you've blocked notifications!
রাজধানীর উত্তরায় সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন। তাঁদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুরোনো ছবি

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ পাঁচজন হলেন—মো. শাহনেওয়াজ (৫০), তাঁর স্ত্রী সুমাইয়া (৪০), তাঁর ছেলে শাহলীল (১৫), জারিফ (১১) ও জারান (১৪ মাস)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  ওই পাঁচজনের মধ্যে চারজনের অবস্থাই আশঙ্কাজনক।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানান,  উত্তরার ১৩ সেক্টরের ৩ নম্বর সড়কের ৮ নম্বর বাসায় সিলিন্ডার বিস্ফোরিত হয়। সাততলা ভবনের সপ্তম তলায় এ বিস্ফোরণ হয়। সকাল পৌনে ৮টার দিকে দগ্ধ পাঁচজনকে ঢামেকে আনা হয়।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধদের মধ্যে শাহনেওয়াজ ও সুমাইয়ার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। শাহলীলের ৮৮ শতাংশ, জারানের ৭৪ শতাংশ ও জারিফের ১০ শতাংশ পুড়ে যায়।