উদ্ধারকারী ট্রেন পড়ল দুর্ঘটনার কবলে

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের কৃষ্টপুর রেল ক্রসিংয়ের কাছে গতকাল শুক্রবার দিবাগত রাতে উদ্ধারকারী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ছবি : এনটিভি

ময়মনসিংহের উদ্ধারকারী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-মোহনগঞ্জ-জাড়িয়া রেলপথে প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহের কৃষ্টপুর রেল ক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) গাজী মো. হোসেন জানিয়েছেন, আজ দুপুর ১টায় উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়।

দুর্ঘটনার কারণে ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় ফিরে যায়। বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন স্টেশনে আটকা পড়ে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গতকাল শুক্রবার গৌরীপুর জংশন রেলস্টেশনে ২৬১ নম্বর আপ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারকাজ শেষে রাতে ফেরার পথে উদ্ধারকারী ট্রেনটিও দুর্ঘটনা কবলিত হয়।

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আরিফুজ্জামান জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।