সুনামগঞ্জে পানিসম্পদমন্ত্রী

দেশ গড়তে আ.লীগের সঙ্গে আছি

Looks like you've blocked notifications!
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ আজ দুপুরে সুনামগঞ্জে একটি অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশকে গড়তেই তাঁরা আওয়ামী লীগের সঙ্গে আছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পানিসম্পদমন্ত্রী।

পৌর শহরের ষোলঘর এলাকায় অধিদপ্তরের নবনির্মিত নিজস্ব ভবন প্রাঙ্গণে দুপুর ১২টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘খুব অল্প সময়ে দেশ অনেক এগিয়েছে। অনেক ক্ষেত্রে আমরা ভারতের চেয়ে এগিয়ে আছি। প্রধানমন্ত্রী দেশকে বদলাতে চান, পরিবর্তন চান। আমরা সবাই মিলে তাঁর নেতৃত্বে কাজ করে যাচ্ছি।’

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, তখন এ নিয়ে অনেকেই হাসিঠাট্টা করেছিলেন। কিন্তু আজ দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে। জনগণকে বুঝতে হবে, উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। বোমা মারা, বাসে আগুন দেওয়ার নাম রাজনীতি হতে পারে না।’

দেশের অগ্রগতি প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মানুষের অনেক আয় বেড়েছে। খাদ্যে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এটা সাধারণ মানুষ করেছেন। কিন্তু পত্রিকার পাতা খুললে মনে হয়, দেশ শেষ হয়ে যাচ্ছে। সুশীল সমাজের লোকজনও ভালোটা বলতে চান না। সরকারের সবকিছুই ভালো হবে, সেটা নয়। কিন্তু যা ভালো, সেটি তো বলা উচিত।’

জাতীয় পার্টিতে ভাঙন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তর্ক-বিতর্ক হবে। এই দলটি একটি গণতান্ত্রিক দল। এখানে নানা রকমের মতামত আছে। এটা একটা স্বাভাবিক বিষয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শেখ রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আফরোজা মোয়াজ্জেম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল হাই ও সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর রশীদ।

এ অনুষ্ঠানের আগে অতিথিরা পৌর শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় নদীভাঙন পরিদর্শন করেন।