কমলনগরে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/29/photo-1456766005.jpg)
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবঞ্জ ইউনিয়ন পরিষদে (ইউপি) বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেহ উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন। আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
তোরাবগঞ্জ ইউনিয়নের বিএনপির প্রার্থী মোসলেহ উদ্দিন বলেন, ‘দলীয় নেতাকর্মীদের নিয়ে বাসায় অবস্থান করলে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সল আহমেদ রতনের লোকজন আমার বাসায় হামলা চালায়। তারা বাসার দরজা ও জানালার কাঁচ ভাঙচুর করে এবং আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেয়।’
তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফয়সল আহমেদ রতন বলেন, তাঁর লোকজন বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর করেনি। বরং বিএনপি প্রার্থীর লোকজন তাঁর লোকজনের ওপর হামলা করেছে। এতে ইউপি সদস্য আলমগীর ও স্বপন নামের দুজন আহত হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীদের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।