রংপুরে বাস উল্টে দুজন নিহত
রংপুরের এরশাদনগরে যাত্রীবাহী একটি বাস উল্টে দুই যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, আজ বুধবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলাগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজ চালায়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে আছে। বাসের কিছু সিট ও একটি চাকা খুলে পড়ে আছে খাদে। সেখানে উৎসুক লোকজনের ভিড়। তখনো বাসের নিচে চাপা পড়েছিলেন এক ব্যক্তি। পুলিশ সদস্যরা একটি রেকার এনে বাসটি খাদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন।