ঝিনাইদহে চরমপন্থী কমান্ডার আটক : র্যাব
ঝিনাইদহের শৈলকুপা থেকে অস্ত্র, গুলিসহ নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠনের আঞ্চলিক কমান্ডারকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রামে নিজ বাড়ি থেকে বিপ্লবী কমিউনিস্ট পার্টির (হক গ্রুপ) কমান্ডার বাদশা লস্করকে (৪৭) আটক করা হয়। পরে অস্ত্র আইনে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর সুরুজ জানান, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রামে বাদশার বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে বাড়ি থেকে ম্যাগাজিনসহ একটি সাব-মেশিনগান, একটি শটগান ও ১০৮টি গুলি উদ্ধার করা হয়।
র্যাব ক্যাম্পের কমান্ডার আরো জানান, বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা বেড়ে রবি নিহত হওয়ার পর পার্টির দায়িত্ব নেন বাদশা লস্কর। এর পর থেকে তিনি এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাদশা নিহত বেড়ে রবির ভাগ্নে। তিনি এলাকায় নিজ নামে একটি অস্ত্রধারী গ্রুপ পরিচালনা করে আসছিলেন বলেও অভিযোগ পাওয়া যায়।
আটক ব্যক্তির বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে শৈলকুপা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।