মানবতাবিরোধী অপরাধ মামলায় বড়লেখায় দুজন গ্রেপ্তার
মৌলভীবাজারের বড়লেখায় মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি আবদুল মান্নান ও আজিজুর রহমান হাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বড়লেখা পৌর শহরের পাখিয়ালা গ্রামের বাসিন্দা আজিজুর রহমান হাবুল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আবদুল মান্নান মনাই মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলা রয়েছে। মামলা নম্বর ৩/২০১৬। ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির কপি আজ সকালে বড়লেখা থানায় আসার পর বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তার হওয়া দুজনকে ট্রাইব্যুনালে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।