‘বঙ্গোপসাগর থেকে অর্ধশত জেলে অপহৃত’
পটুয়াখালীর রামনাবাদ মোহনা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে কলাপাড়ার আট জেলেসহ বিভিন্ন এলাকার অর্ধশত জেলেকে জলদস্যুরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুক্তিপণের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব জেলেদের অপহরণ করা হয়।
এর মধ্যে কলাপাড়া উপজেলার ছয় জেলের নাম জানা গেছে। এঁরা হলেন জাফর মোল্লা, জাহাঙ্গীর, জালাল, রেজাউল, সোবাহান, নান্না মিয়া। এঁরা নুর ইসলাম সওদাগর ও জাহিদ মিয়ার ট্রলারের মাঝি। এঁদের সবার বাড়ি উপজেলার নতুনপাড়া, চরগঙ্গামতি, পশ্চিম চাপলী ও কুয়াকাটায়।
ফিরে আসা জেলে নাসির, সিদ্দিক ও ইদ্রিস জানান, জেলেরা সবাই টোকা জাল দিয়ে চিংড়ি মাছ ধরছিল। অস্ত্রের মুখে জিম্মি করে ১০-১২ জনের জলদস্যু দল জেলেদের ট্রলারে তুলে নেয়।
এ সময় জলদস্যুদের ট্রলারে আরো অন্তত অর্ধশত জেলেকে জিম্মিদশায় দেখতে পেয়েছেন বলে জানান ফিরে আসা জেলেরা।
জেলে নাসির আরো জানান, সন্ধ্যার মধ্যে সুন্দরবন সংলগ্ন সবক’টি প্রবেশদ্বারে অভিযান চালালে এসব জেলেদের উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। জলদস্যুরা অপহৃত জেলেসহ ছেড়ে দেওয়া জেলেদের মাছ, জাল, টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে গেছে। অপহৃতদের বেশির ভাগই মাঝি।
এ ঘটনার পর থেকে অপহরণের শিকার জেলে পরিবারে আহাজারি শুরু হয়েছে। অপহৃতদের কাছে এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলেও ফিরে আসা জেলেরা জানিয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নেওয়াজ জানান, জেলে অপহরণের খবর পাওয়ার পর ঘটনাস্থল সংলগ্ন এলাকায় রাঙ্গাবালী ও কলাপাড়া থানা পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে।
কলাপাড়ার নিজামপুর কোস্টাগার্ড ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার এম এ আলী জানান, ডাকাতির ঘটনা আমাদের কেউ জানায়নি। তবে আমাদের টিম সাগরবক্ষে অবস্থান করছে। প্রকৃত অবস্থা জেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।