মহেশপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ৫৪ জন
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নের ভোটগ্রহণ হবে আগামী ৩১ মার্চ। আজ বুধবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষদিন। প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলায় চেয়ারম্যান পদে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির ২৪ জনসহ মোট ৫৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া দলীয় সমর্থন না পেয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে জামায়াতে ইসলামীর নেতারা চেয়ারম্যান পদে ১২টি ইউনিয়নে স্বতন্ত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ নির্বাচন পরিচালনার জন্য ছয়জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নের প্রার্থীরা আজ বুধবার উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছবি : এনটিভি