বার্গম্যানের আদালত অবমাননা

বিশিষ্ট নাগরিকদের বিষয়ে আদেশ ১ এপ্রিল

Looks like you've blocked notifications!
ডেভিড বার্গম্যান। ফাইল ছবি

সাংবাদিক ডেভিড বার্গম্যানের আদালত অবমাননার সাজার বিষয়ে মন্তব্য করায় ২৫ জন বিশিষ্ট নাগরিকের আদালত অবমাননার আদেশ আগামী ১ এপ্রিল ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার বিচারপতি এম ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ নতুন দিন ধার্য করেন।

আদালত অবমাননার দায়ে বার্গম্যানকে সাজা দেওয়ায় এর নিন্দা জানিয়ে গত বছরের ২০ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে বিবৃতি দেন দেশের ৪৯ বিশিষ্ট নাগরিক।

এর পর ট্রাইব্যুনাল তাঁদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা জানতে চান।

এর মধ্যে গত ৮ ফেব্রুয়ারি বিবৃতিদাতা ৪৯ বিশিষ্টজনের মধ্যে বেশ কয়েকজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে দুঃখ প্রকাশ করেন। গত ২৩ ফেব্রুয়ারি বিশিষ্ট ১৫ নাগরিকের ক্ষমার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।