বিএনপির প্রার্থীদের জয়ী করতে সমন্বয় সভা
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সমন্বয় সভা করেছে জেলা কমিটি।
আজ শুক্রবার বিকেলে জেলা শহরের চকপাড়ায় জেলা বিএনপির সভাপতির বাসভবনে জেলা বিএনপি, সব অঙ্গসংগঠন ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড্যাব নেতা বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক ডা. আনোয়ারুল হকের পরিচালনায় সমন্বয় সভায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, খালিয়াজুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান তালুকদার, পৌর বিএনপির সভাপতি সৈয়দ জাহেদুল আলম, জেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশু, জেলা তাঁতী দলের সভাপতি আজিজুল হক, জেলা শ্রমিক দলের সভাপতি আদব আলী, অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, অ্যাডভোকেট খলিলুর রহমান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল হক, জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সাবিনা দেওয়ান রুনু, জেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, চাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ দেওয়ান রহমত আলী, ছাত্রদল নেতা সৈয়দ আজহারুল ইসলাম কমলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদুকে আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি গঠন করা হয়।