ইউপি নির্বাচন
পটুয়াখালীতে বিএনপির প্রার্থী গ্রেপ্তার
নাশকতার মামলায় পটুয়াখালী জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বদরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা আবদুস সালাম বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, আবদুস সালামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান টোটন অভিযোগ করে বলেন, সরকারদলীয় লোকজন আবদুস সালামকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছে।