নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর আজ বুধবার আসামি রুবেল মিয়াকে কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি : এনটিভি

নেত্রকোনায় ফাতেমা খাতুনকে (২২) হত্যার দায়ে তাঁর স্বামী রুবেল মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা ১১টায় অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার কেন্দুয়া উপজেলার মাইজহাটি গ্রামের রুবেল মিয়া ২০০৯ সালের ২৫ আগস্ট যৌতুকের দাবিতে ধারালো কাঁচি দিয়ে স্ত্রী ফাতেমার গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় প্রতিবেশীরা রুবেল মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করে।

রুবেল মিয়া বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর নির্যাতন করতেন বলে সাক্ষ্য দিয়েছেন প্রতিবেশী ও স্বজনরা।
 
হত্যাকাণ্ডের পরদিন ফাতেমার বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে রুবেল মিয়াকে একমাত্র আসামি করে কেন্দুয়া থানায় হত্যা মামলা করেন। পুলিশ একই বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল কাদির ভূঁইয়া। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সামছুদ্দিন আহম্মেদ।