টেকনাফে সাড়ে ৯ কেজি সোনা ও ৪২ লাখ টাকা জব্দ

Looks like you've blocked notifications!

কক্সবাজারের টেকনাফে এক রাখাইন স্বর্ণকারকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে সাড়ে নয় কেজি সোনা,  ৪২ লাখ ৫৮ হাজার ৭৬৭ টাকা ও সাড়ে ৫২ হাজার মিয়ানমারের মুদ্রা কিয়েত জব্দ করা হয়েছে বলে দাবি করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আজ শনিবার ভোর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৬ ঘণ্টা বিজিবি,  পুলিশ ও আনসার ওই স্বর্ণকারের বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে এসব জব্দ করে। অভিযানে বিজিবি চট্টগ্রাম অঞ্চলের একটি দলও অংশ নেয়। জব্দ করা সাড়ে ৯ কেজি সোনার (৮১৬ ভরি) মূল্য তিন কোটি ২৬ লাখ ৬৫ হাজার টাকা।

আটক ব্যক্তি হলেন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মংমংসেন নামে স্বর্ণের দোকানের মালিক অং-এর ছেলে মংমংসেন (৪৫)। তিনি সংসদ সদস্য আবদুর রহমান বদির কাছের লোক হিসেবে পরিচিত। তাঁকে টেকনাফ থানায় রাখা হয়েছে।

টেকনাফে বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বৈধ কোনো কাগজপত্র না থাকায় স্বর্ণকার মংমংসেনকে আটক করা হয়েছে। জব্দ করা স্বর্ণ টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।