নরসিংদীতে বাসের ধাক্কায় নিহত ৩

Looks like you've blocked notifications!

ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর বেলাবো উপজেলার দড়িকান্দি এলাকায় বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো দুজন। 

আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের মাধবদী-ভৈরব এলাকার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন এনটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে ভৈরবগামী বিআরটিসির একটি দোতলা বাসের সাথে ভৈরব থেকে নরসিংদীগামী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। তিনি জানান, এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের সবাই অটোরিকশার যাত্রী।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় আহত দুজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে বদরুল আলম আরো জানান, আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। নিহত তিনজনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।