এক-এগারো নিয়ে তদন্ত কমিশন গঠনের দাবি হানিফের
তদন্ত কমিশন গঠন করে এক-এগারোর কুশীলবদের বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। আর দলের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, দেশকে অস্থিতিশীল করে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র শুরু হয়েছে।
আজ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় দলটির নেতারা এসব কথা বলেন।
৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করতে আজ বর্ধিত সভা করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সভায় দলের কেন্দ্রীয় নেতারা বলেন, এবারের ৭ মার্চের জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ সরকার পরিবর্তন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশকে অস্থিতিশীল করে তারা সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে। সরকার পরিবর্তনের জন্য, আরেকটা নির্বাচনের জন্য বিএনপিকে অপেক্ষা করতে হবে।’
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘এক-এগারো নিয়ে তদন্ত কমিশন গঠন করা হোক। এই তদন্ত কমিশনের মাধ্যমে তদন্ত করেই এর পেছনে যারা কুশীলব ছিল, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনের আওতায় আনা হোক।’
সভায় মহানগর আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে বলেন, মীর কাসেম আলীর রায় পরিবর্তনের ষড়যন্ত্র চলছে।