ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২১
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম রবিসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে এ গ্রেপ্তার অভিযান চালায় পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা আছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম রবির সঙ্গে একই ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে রেষারেষি চলছে। কবির হোসেন স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত।
এরই মধ্যে উভয় গ্রুপের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, লুটপাটসহ অনেকে আহত হয়। এ নিয়ে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে ঝিনাইদহ থানায় তিনটি মামলা দায়ের করা হয়।
ওসি হাফিজুর রহমান জানান, অভিযান চালিয়ে জেলা শহরের নিজ বাসা থেকে রবিউল ইসলাম রবি ও বাকি ২০ জনকে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।