দেশের চ্যানেলগুলো আগে দেখান : তথ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ বুধবার সকালে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজিত জাতীয় সম্মেলনে বক্তব্য দেন। ছবি : এনটিভি

দেশের চ্যানেলগুলো আগে দেখাতে কেবল অপারেটরদের অনুরোধ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বুধবার সকালে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী স্থানীয়ভাবে পরিচালিত ক্যাবল টিভির লাইসেন্স দেওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানান। কোয়াবের ১০ দফা দাবি পূরণে সরকার কাজ করছে বলে জানান তিনি।

সারা দেশ থেকে প্রায় পাঁচ হাজার সদস্য যোগ দেন কোয়াবের এই জাতীয় সম্মেলনে। কোয়াবের নেতারা তাঁদের ব্যবসায় বিভিন্ন ক্ষেত্রে শুল্ক কমানোর দাবির পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন। এ ছাড়া স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে সন্ত্রাসীদের হামলা বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন কোয়াব নেতারা।

সম্মেলনে বক্তারা ডাইরেক্ট টু হোম (ডিটিএইচ) প্রযুক্তির সমপরিমাণ সুযোগ দেওয়া, ক্যাবল টিভি নীতিমালার সংশোধনী, বর্ধিত লাইসেন্স ফি কমানো, ক্যাবল টিভিকে শিল্প হিসেবে ঘোষণার দাবিসহ মোট ১০ দফা দাবি জানান।

কোয়াব সমন্বয়ক কমিটির আহ্বায়ক শামসুর রহমান শিমুল বলেন, ‘একটি পর্যায়ে আসা পর্যন্ত আগের লাইসেন্স ফি বহাল থাকুক। নতুন যে লাইসেন্স ফি আরোপ করা হয়েছে, তা স্থগিত রাখা হোক।’