পাবনায় ঝড়বৃষ্টি, আহত ২০

Looks like you've blocked notifications!

পাবনা সদরসহ জেলার নয়টি উপজেলার ওপর দিয়ে আজ রোববার বিকেলে প্রচণ্ড ঝড় বয়ে যায়। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে এবং হুড়োহুড়িতে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ছাড়া শহরের আবদুল হামিদ রোডে মুন ইলেট্রনিকসের সামনে একটি বড় বিলবোর্ড বিদ্যুতের তারের ওপর পড়লে শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

জেলা প্রশাসন সূত্র জানায়, বিকেল ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত পাবনা সদর, সাঁথিয়া, বেড়া, সুজানগর, ঈশ্বরদী, আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার ওপর দিয়ে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে প্রচণ্ড ঝড় বয়ে যায়। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে এবং হুড়াহুড়িতে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে।

শহরের মুন ইলেট্রনিকসের সামনে একটি বড় বিলবোর্ড বিদ্যুতের তারের ওপর পড়লে শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত  বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সী মনিরুজ্জামান বলেন, প্রচণ্ড বেগে ঝড় হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিবরণ এখনো পাওয়া যায়নি।