হাসপাতাল থেকে পালালেন বিমানবাহিনীর সদস্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
কারা হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে পালিয়ে গেছেন বিমানবাহিনীর বহিষ্কৃত সদস্য রেজাউল করিম (২৬)। আজ বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সেন্টু রঞ্জন দাস এনটিভি অনলাইনকে জানান, বিমানবাহিনীর শৃঙ্খলা ভঙ্গের দায়ে রেজাউলকে বহিষ্কার করা হয়েছিল। তিনি ঢামেকের ৩ নম্বর ইউনিটের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
সেন্টু রঞ্জন দাস আরো বলেন, গত ৯ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন রেজাউল।