এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৪ ব্যক্তি, এক প্রতিষ্ঠান
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৪ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক তথ্য বিবরণীতে এবারের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম বলা হয়েছে। এরা হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মরহুম মৌলভী আচমত আলী খান, সাবেক স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলম বীর উত্তম, একাত্তরে পুলিশ ফোর্স সংগঠনে নেতৃত্বদানকারী শহিদ শাহ্ আবদুল মজিদ, একাত্তরে রাঙামাটির তৎকালীন মহকুমা প্রশাসক এম আবদুল আলী, বাংলাদেশের প্রথম সংবিধান স্বহস্তে লেখক মরহুম এ কে এম আবদুর রউফ, দিল্লিতে বাংলাদেশের প্রথম মিশন স্থাপনকারী কে এম শিহাব উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে অগ্রণী ভূমিকা পালনকারী মরহুম রফিকুল ইসলাম ও আবদুস সালাম, কৃষি গবেষক মরহুম অধ্যাপক ড. মাকসুদুল আলম, শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রফি খান, রবীন্দ্রসংগীতশিল্পী এবং রবীন্দ্রসংগীত গবেষক অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা।
এ ছাড়া সংগঠন হিসেবে বাংলাদেশ নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে।