ছাত্রীকে যৌন হয়রানি : মামলা হলেও গ্রেপ্তার হননি শিক্ষক
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলার একমাত্র আসামি শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সহকারী শিক্ষক রফিকুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আত্মগোপনে থাকা ওই শিক্ষককে আটকের সব রকম চেষ্টা চলছে। দ্রুতই তাঁকে আইনের আওতায় আনা হবে।
লাহিনীপাড়ার মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে। দোষী হলে ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রোববার দুপুর ১২টার দিকে লাহিনীপাড়ার মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম ওই ছাত্রীকে বিদ্যালয় ভবনের তিনতলায় ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।
এ সময় কৌশলে নিজেকে মুক্ত করে ওই ছাত্রী নিচে নেমে আসে। পরে বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানায়। পরে তাঁরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক ও কুমারখালী থানায় বিষয়টি জানান। এর আগেই টের পেয়ে ওই শিক্ষক পালিয়ে যান।