মুন্সীগঞ্জে কারেন্ট জাল ও জাটকা জব্দ

Looks like you've blocked notifications!

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে সাত হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

সোমবার দিনভর অভিযান চালিয়ে এ জাল ও জাটকা আটক করেছে প্রশাসন, মাওয়া নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহার ও জাটকা ধরার অপরাধে ১৫ জেলেকে ৯০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ঘটনার সত্যতা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামান জানান, আটক জালগুলোর মূল্য প্রায় দুই লাখ টাকা। কারেন্ট জাল দিয়ে জেলেরা পদ্মায় জাটকা ইলিশ ধরছিল। এই অপরাধে তাদের ভিন্ন ভিন্ন অঙ্কে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আটক জালগুলো পুড়িয়ে দেওয়া হয় এবং জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে বিলি করে দেওয়া হয়েছে।