কুড়িগ্রামে সাংবাদিকের ওপর হামলাকারীর বিচার দাবি
কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতারা শ্যামল ভৌমিকের ওপর ‘হামলাকারী’ রাশেদুজ্জামান বাবু ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক পদ ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য পদ থেকে বহিষ্কারেরও দাবি জানান তাঁরা।
গত ২৮ ডিসেম্বর শ্যামল ভৌমিকের ওপর হামলা চালান কুড়িগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।