সিদ্ধিরগঞ্জে অপহৃত শিশুকন্যা দুর্গাপুরে উদ্ধার

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত ছয় মাসের এক মেয়েশিশুকে আজ বুধবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরী ও তার মাকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত ছয় মাসের এক শিশুকন্যাকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরী ও তার মাকে আটক করেছে পুলিশ। 

আজ বুধবার উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের চান মিয়ার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। 

আটকরা হলেন নাসিমা বেগম (১৩) ও তার মা সবুজা বেগম।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির খান জানান, পাইকপাড়া গ্রামের বাসিন্দা নাসিমা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর এলাকার বাচ্চু মেম্বারের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির জোগালী হিসেবে কাজ করেন। 
 
নাসিমার বরাত দিয়ে ওসি জানান, গতকাল মঙ্গলবার পাশের ভাড়াটিয়ার বাড়ি থেকে একজন পুরুষের সহযোগিতায় নাসিমা মেয়েশিশুটিকে অপহরণ করে। রাত্র ১১টায় সে পাইকপাড়া গ্রামে পৌঁছায়। বিষয়টি এলাকাবাসী আজ টের পেয়ে পুলিশে খবর দেয়। 

এরপর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান শিশুটিকে উদ্ধার করে এবং নাসিমা ও তার মাকে আটক করে থানায় নিয়ে আসেন। 

ওসি আরো জানান, উদ্ধারকৃত শিশুটির মা-বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা এলে এ ব্যাপারে মামলা হবে।