আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা আবু নাসিম ময়না আর নেই
সাতক্ষীরার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম ময়না মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। আজ বুধবার দুপুরে সাতক্ষীরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
পরিবার সূত্রে জানা গেছে, আবু নাসিম হৃদরোগসহ বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোশাররফ হোসেন মশুসহ বিভিন্ন স্তরের নাগরিক।
তিন বছর আগে আবু নাসিমের স্ত্রী সাতক্ষীরা দিবানৈশ কলেজের উপাধ্যক্ষ ডলি ইয়াসমিন মারা যান। মৃত্যুকালে আবু নাসিম একমাত্র ছেলে জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসিফ ইকবালসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর জানাজার পর তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।