মানিকগঞ্জে ট্রাকের চাপায় ফল ব্যবসায়ী নিহত

Looks like you've blocked notifications!

মানিকগঞ্জ বাসস্ট্য্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মজিবুর রহমান (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। 

নিহত মজিবুর মানিকগঞ্জ সদর উপজেলার বাইচাইল গ্রামের খেদান মিয়ার ছেলে এবং পেশায় ফল ব্যবসায়ী। 

এ ঘটনার পরপরই পুলিশ ট্রাকসহ চালক ঢাকার সাভার উপজেলার নগরকুন্টা এলাকার আশরাফ হোসেনকে (৪৫) আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার মজিবুরের। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের শহীদ স্মরণি সড়কের পশ্চিম পাশে ফলের ব্যবসা করতেন তিনি। আজ সন্ধ্যা ৭টার দিকে তিনি দোকানের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পাটুরিয়াগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-১৩০১) ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কের ওপর গিয়ে পড়ে যান এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনার সঙ্গে সঙ্গে বাসস্ট্যান্ডে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ট্রাকসহ চালক আশরাফ হোসেনকে আটক করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।