মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়ক নির্মাণকাজের উদ্বোধন

Looks like you've blocked notifications!

প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের ফলক উন্মোচন করেন।

এ সময়  সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাবিবুর রহমান, নির্বাহী প্রকোশলী মোসলেহ উদ্দিন চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা নিউ অযোধ্যায় বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘নির্ধারিত সময়ের অনেক আগেই জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমডিজি অর্জিত হয়েছে। ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রের কাতারে নাম লেখাবে।’

বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমত উল্যাহর সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

২০১৫-১৬ অর্থবছরে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়ক উন্নয়নকাজটি বাস্তবায়ন করছে খাগড়াছড়ি সড়ক বিভাগ। আগামী এক বছরের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান কাজটির ঠিকাদার মো. আখলাক হায়দার।

মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কটির উন্নয়নকাজ শেষ হলে মাটিরাঙ্গার ছয় ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।