সুনামগঞ্জে ঈদগাহের জায়গা নিয়ে সংঘর্ষে আহত ৩০

Looks like you've blocked notifications!

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের বাবনিয়া গ্রামে ঈদগাহ ও কবরস্থানের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাবনিয়া গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাবনিয়া গ্রামের মো. আব্দুল কাদিরের সঙ্গে ময়না মিয়ার লোকজনের ঈদগাহ ও কবরস্থানের জায়গা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, ‘ঈদগাহের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয়পক্ষ আজ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।