রূপগঞ্জে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এদের মধ্যে তালিকাভুক্ত এক সন্ত্রাসীও রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে আদমজী নগরে র্যাব-১১-এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান জানান, চনপাড়া আশ্রয়কেন্দ্র থেকে গ্রেপ্তার হওয়া শমসের পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরকসহ ১২টি মামলা আছে। এর মধ্যে ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার হওয়া অন্য পাঁচজন শমসেরের সহযোগী।
ঘটনাস্থল থেকে জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, ২২টি ধারালো রামদা ও চাপাতি, আটটি ককটেল, ৬০ বোতল ফেনসিডিল ও ৫০০ ইয়াবা। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক অপরাধে মামলা হয়েছে।