চুয়াডাঙ্গায় দুই বিদ্রোহীর প্রার্থিতা প্রত্যাহার
দ্বিতীয় দফা নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু তাহের ও আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
আজ বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার দপ্তরে লিখিতভাবে প্রত্যাহারের আবেদন করেন এ দুই চেয়ারম্যান পদপ্রার্থী।
এ ছাড়া আরো দুই সাধারণ সদস্য পদপ্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন পদ্মবিলা ইউপি নির্বাচনে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড সদস্যপদে বালিয়াকান্দি গ্রামের শরিফা খাতুন ও মোমিনপুর ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্যপদে শৈলগাড়ি গ্রামের আবু বক্কর।
চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল সামী আবু তাহের ও শরিফা খাতুনের মনোনয়ন প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ সাইদুর রহমান ও আবু বক্করের মনোনয়ন প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে মোমিনপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, কুতুবপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী বদর উদ্দিন এবং ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আলী হোসেন, পদ্মবিলা ইউপি নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্যপদে নজির আহম্মেদ প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, পদ্মবিলা ও কুতুবপুর ইউপি নির্বাচনে আগামী ১৩ মার্চ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পরদিন ১৪ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।