খাসজমি বিতরণের দাবিতে কুড়িগ্রামে ভূমিহীনদের বিক্ষোভ

Looks like you've blocked notifications!
কুড়িগ্রামে প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাসজমি বিতরণের দাবিতে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করে ঘোগাদহ ইউনিয়ন ভূমিহীন সমিতি।

কুড়িগ্রামে প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাসজমি বিতরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঘোগাদহ ইউনিয়ন ভূমিহীন সমিতি। দাবি আদায়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের এলজিইডি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে পথসভা করে। ভূমিহীন নেতা তমিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি রোবেল আলম মণ্ডল, জাতীয় কৃষক সমিতির জেলা সেক্রেটারি নজির হোসেন, শ্রমিক নেতা নজরুল ইসলাম, ঘোগাদহ ইউনিয়ন ভূমিহীন সমিতির সেক্রেটারি জান্নাতি বেগম। 

বক্তারা জেলার ঘোগাদহ ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অবস্থিত খাসজমি দখল, ভুয়া দখলদারিত্ব ও জীবননাশের হুমকির তীব্র প্রতিবাদ জানান। পরে ভূমিহীন নেতারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।