খালেদা জিয়াকে রাশিয়ার রাষ্ট্রদূতের ‘শুভেচ্ছা কার্ড’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘শুভেচ্ছা কার্ড’ পাঠিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভস। আজ বৃহস্পতিবার রাশিয়া দূতাবাসের এক কর্মকর্তা এ ‘কার্ড’ খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পৌঁছে দেন।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবীর খান এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ বেলা ১১টার ২০ মিনিটের দিকে রাশিয়া দূতাবাসের এক কর্মকর্তা বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দুটি কার্ড নিয়ে আসেন। বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর জন্য কার্ড দুটি পাঠান রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভস।’
এ সময় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ফটকের দায়িত্বে থাকা কর্মকর্তারা তাঁর পক্ষে কার্ড দুটি গ্রহণ করেন বলে জানান শায়রুল কবীর খান।
উল্লেখ্য গত ৩ জানুয়ারি মধ্যরাত থেকে রাজধানীর গুলশানে নিজের কার্যালয়েই অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ৫ জানুয়ারি পূর্বনির্ধারিত সমাবেশ সরকারি বাধায় পণ্ড হওয়ায় পরের দিন কার্যালয় থেকেই অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেন তিনি।
এর মধ্যে গত ৩ মার্চ খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রসহ ৯টি দেশের কূটনীতিকরা। অন্য দেশগুলো হলো ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স ও ইতালি। এ সময় দেশের চলমান পরিস্থিতিতে সব ধরনের সহিংসতা বন্ধ করে মানবাধিকার, গণতন্ত্র রক্ষা, উন্নয়ন এবং স্থিতিশীল ও সুষ্ঠু পরিবেশের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক সংসদীয় উপকমিটির একটি প্রতিনিধিদল।