অস্ত্র দেখিয়ে বলে, মশাল রেখে নৌকার স্লোগান দাও
ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের জাসদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম।
আজ শনিবার দুপুরে তালবাড়িয়ার কদমতলায় নির্বাচনী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম এ অভিযোগ করেন।
জাসদের চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, ‘গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নির্বাচনী গণসংযোগকালে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হান্নান মণ্ডলের সমর্থকরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমার সমর্থকদের হত্যার হুমকি দেয়।’
এ সময় তারা হুমকি দিয়ে মশাল (জাসদের প্রতীক) বাদ দিয়ে নৌকার পক্ষে স্লোগান দিতে বলে। পরবর্তী সময়ে মশালের পক্ষে ভোট চাইলে বা গণসংযোগ করলে হত্যা করার হুমকি দেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ও রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন জাসদ মনোনীত প্রার্থী। তিনি বলেন, পর পর দুইবার নির্বাচনে পরাজিত হয়ে আওয়ামী লীগের প্রার্থী হান্নান মণ্ডল এবার মরিয়া হয়ে বলপ্রয়োগের মাধ্যমে নির্বাচনের ফলাফল নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করছেন।
অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারেন সেই পদক্ষেপ নেওয়ার জন্য আরিফুল ইসলাম প্রশাসনের কাছে দাবি জানান।