বাউফলে নৌকার মাইক ভাঙচুর, বিদ্রোহী প্রার্থী লাঞ্ছিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/12/photo-1457791085.jpg)
পটুয়াখালীর বাউফল উপজেলায় দুটি ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে।
এর মধ্যে নওমালা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে। অপরদিকে কাছিপাড়া ইউনিয়নে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী সার্জেন্ট হাফিজুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
এসব ঘটনায় জড়িত সন্দেহে সাইফুল ইমলাস মোল্লা (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতিপক্ষের নেতাকর্মীদের মারধর ও অসবাবপত্র লুটের মামলা রয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার নওমালা ও কাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নওমালা ইউনিয়নে নৌকা মার্কার মাইকিং করতে গেলে প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কার সমর্থক হিসেবে পরিচিত সাইফুল মাইক ভাঙচুর ও শহিদ নামের একজনকে লাঞ্ছিত করে। পরে পুলিশ ধাওয়া করে সাইফুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করে।
অপরদিকে কাছিপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ সার্জেন্ট হাফিজুর রহমান আনারস মার্কার প্রচার চালানোর সময় প্রতিপক্ষের সমর্থক হিসেবে পরিচিত শহিদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাঁকে লাঞ্ছিত করে।
সার্জেন্ট হাফিজুর রহমান অভিযোগ করেন, এ সময় আমার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, গ্রেপ্তার সাইফুল ইসলাম মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে।