কুয়াকাটায় ৩৫তম রবীন্দ্রসংগীত প্রীতি সম্মেলন
এই কথাটি মনে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে—এ বার্তা জানিয়ে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ৩৫তম রবীন্দ্রসংগীত প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১টায় পর্যটন মোটেলের সামনে রবীন্দ্রসংগীত সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি সনজিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী মোস্তফা মনোয়ার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলাদার, কুয়াকাটা প্রীতি সম্মেলনের আহ্বায়ক সাংবাদিক কাজল বরণ দাস প্রমুখ।
অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য শেষে ‘আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে’ স্লোগান সামনে রেখে পরিচ্ছন্ন সমুদ্রসৈকত কর্মসূচিতে ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেয় সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক অতিথি।