দেবিদ্বারে আওয়ামী লীগের প্রার্থীর মৃত্যু

Looks like you've blocked notifications!
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন আজ রোববার সকালে মারা গেছেন। ছবি : এনটিভি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন মারা গেছেন। (ইন্না লিল্লাহি... রাজিউন)।

আজ রোববার সকালে হৃদরোগে আক্রন্ত হয়ে জয়নাল আবেদিন মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

নিহতের স্বজনরা জানায়, সকাল ৭টার দিকে নিজ বাড়িতে সবার সঙ্গে কথা বলছিলেন জয়নাল। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে দ্রুত কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জয়নাল আবেদিন এর আগে ১৯৯২ সালে ও ১৯৯৭ সালে পর পর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এনটিভি অনলাইনকে জানান, বরকামতা ইউনিয়নে চেয়ারম্যান পদ ব্যতীত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন হবে। পরে তফসিল ঘোষণার মাধ্যমে চেয়ারম্যান পদে নির্বাচন করা হবে।