ভাড়াটিয়াদের তথ্যে পুলিশের কোনো স্বার্থ নেই : আইজিপি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/13/photo-1457884719.jpg)
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে ভাড়াটিয়ারা বোম বানাচ্ছে। বোমার কারখানা বানাচ্ছে বাড়িওয়ালা, প্রতিবেশীদের খবর নেই। তাই বাড়ির মালিককে ভাড়াটিয়াদের তথ্য আমাদের কাছে দিতে হবে। এতে পুলিশের কোনো স্বার্থ নেই। কেউ কেউ আবার হাইকোর্টে এই বিষয়ে রিট করেন।
আজ কুমিল্লায় কমিউনিটি পুলিশিং সমাবেশে আইজিপি এ কথা বলেন।
জেলা পুলিশের উদ্যোগে ‘জনতাই পুলিশ-পুলিশই জনতা’ এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং সমাবেশ-২০১৬ উপলক্ষে দুপুর ১টায় কুমিল্লা পুলিশ লাইন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন মাঠে এসে শেষ হয়। বেলুন উড়িয়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন আইজিপি এ কে এম শহিদুল হক।
শোভাযাত্রা শেষে পুলিশ লাইন মাঠে জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মো. আবিদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে কমিউনিটি পুলিশ সদস্যদের আলোচনায় উঠে আসে কুমিল্লায় মাদকের ভয়াবহতার বিষয়টিও।
এ বিষয়ে আইজিপি বলেন, এই মাদকের ভয়াবহতা থেকে বাঁচতে হলে কমিউনিটি পুলিশকেই দায়িত্ব নিতে। মাদকের সঙ্গে যদি পুলিশ জড়িত থাকে সেই পুলিশ আর পুলিশে থাকবে না।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন চট্টগ্রামের ডিআইজি সফিকুল ইসলাম।
সমাবেশে কমিউনিটি পুলিশ বিষয়ে পক্ষে ও বিপক্ষে একটি ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠিত হয়। এই বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।