রাজাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

Looks like you've blocked notifications!
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ওয়ালিয়েল হাসানাত হাফিজের নির্বাচনী কার্যালয় গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ভাঙচুর করে দুর্বৃত্তরা। ছবি : এনটিভি

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। অপরদিকে উপজেলার কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন এক চেয়ারম্যান পদপ্রার্থী। 

গালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ওয়ালিয়েল হাসানাত হাফিজের প্রধান নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত রাতে (রবিবার রাতে) গালুয়া বাজারে এ ঘটনা ঘটে।
 
বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ওয়ালিয়েল হাসানাত হাফিজ অভিযোগ করে বলেন, গতকাল শনিবার দিবাগত গভীর রাতে গালুয়া বাজারে আমার প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুল হক কামালের সমর্থকরা। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা অর্ধশতাধিক চেয়ার, টেবিল, তাঁবু ও ব্যানার নিয়ে যায় তারা।

ইউনিয়নের বিভিন্ন স্থানে টাঙানো ধানের শীষের পোস্টারও ছিড়ে ফেলছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ছাড়া বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী।

এ ব্যাপারে আজ সোমবার দুপুরে রাজাপুর উপজেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান ওয়ালিয়েল হাসানাত হাফিজ। 

এদিকে কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শিশির দাসের সমর্থকদের বিরুদ্ধে হামলা ও হুমকির অভিযোগ করেছেন দলের ‘বিদ্রোহী প্রার্থী’ শহিদুল ইসলাম হৃদয়।

আজ সোমবার সকালে ঝালকাঠি শহরের সানাই কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উপপরিবেশবিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম হৃদয়।