নিয়োগ হলো নতুন গভর্নর
সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘ফজলে কবিরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে তাঁকে কাজ করতে বলা হয়েছে।’
এর আগে আজ সকালে ড. আতিউর রহমান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে সরে দাঁড়ালে এ পদে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার বা ৮০৮ কোটি টাকা চুরির ঘটনায় দেশে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এরই পরিপ্রেক্ষিতে সরে দাঁড়ালেন ড. আতিউর রহমান।