রিজার্ভের অর্থ চুরি, সরকারের পদত্যাগ দাবি হান্নান শাহর

Looks like you've blocked notifications!
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। ছবি : এনটিভি

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় কেবল বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগই যথেষ্ট নয়, এর দায় নিয়ে সরকারেরও পদত্যাগ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিদের যোগসাজসেই এই লুটের ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার বিএনপির ষষ্ঠ কাউন্সিলের জন্য বরাদ্দ পাওয়া রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হান্নান শাহ এ কথা বলেন। এ সময় কাউন্সিলের নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক বিষয়ে উপকমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন হান্নান শাহ। তিনি অভিযোগ করে, ‘কাউন্সিলে আসা বিপুল মানুষের জন্য এ স্থান যথেষ্ট নয়।’

রিজার্ভের অর্থ চুরির ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করে হান্নান শাহ বলেন, ‘গভর্নর সাহেব একা দায়ী হবেন কেন। গভর্নর সাহেবের ওপর মন্ত্রী মহোদয় আছেন, তার ওপর সরকার আছে। এটি যদি একটি বিচ্ছিন্ন ঘটনা হতো তাহলে শুধু গভর্নর সাহেবকে দোষী করতে পারতাম। এর আগে বেসিক ব্যাংককে আমরা দেখেছি। এই দেশের সম্পদ অন্যরা লুটে নিয়ে যাচ্ছে বা সরকারের পৃষ্ঠপোষকরা লুটে নিয়ে যাচ্ছে। অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগ করা উচিত। এই কেলেঙ্কারির জুডিশিয়ালী তদন্ত হওয়া উচিত। দোষীদের শাস্তি দেওয়া উচিত।’