পদ্মা সেতু : পরীক্ষামূলক পাইলিং শুরু
পদ্মা বহুমুখী সেতুর পরীক্ষামূলক (টেস্ট) পাইলিংয়ের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি। আজ শুক্রবার সকালে এ কাজ শুরু হয়েছে। এর আগে গত ১ মার্চ ডেমো ট্রায়াল পাইলিংয়ের কাজ শুরু হয়। ২০০১ সালে যে জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, তাঁর কাছাকাছি এলাকায় এ কাজ শুরু হয়েছে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ব্যবস্থাপক ও কার্যনির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানান, বৃহস্পতিবার মূল পিলারটির ডিজাইন চূড়ান্ত করা হয় এবং ডেমো ট্রায়াল পাইলিংয়ের কাজ শেষ হয়। আজ সকালে শুরু হয় সেতুর ট্রায়াল পাইল স্থাপনের কাজ। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সেতুর মূল পাইলিংয়ের কাজ শুরু হবে বলে জানান আবদুল কাদের।
একই সাথে শুরু হয়েছে ৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ একটি খাল তৈরির কাজ। খালটি ভারী যন্ত্রপাতি পরিবহনের জন্য নৌপথ হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পদ্মা সেতুর এ প্রকল্প ব্যবস্থাপক।
পদ্মা সেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ সহজ হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দ্বিতল এ সেতু নির্মিত হবে কংক্রিট ও স্টিল দিয়ে। ওপর দিয়ে যানবাহন ও নিচে দিয়ে ট্রেন চলবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগ এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। সেতু প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, পদ্মা সেতুর ৪২টি পিলার স্থাপনের কথা রয়েছে। আর পিলারগুলো হবে তিন ডায়ামিটারের। ২০১৮ সালের মধ্যে সেতুটি চলাচল উপযোগী করার কথা রয়েছে। তবে কর্তৃপক্ষের আশা নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।