কৃষি জমিতে স্থাপনা না করার দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
কৃষি জমিতে স্থাপনা নির্মাণ না করার দাবিতে গতকাল ময়মনসিংহে মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা। ছবি : এনটিভি

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, কৃষি জমিতে স্থাপনা করতে দেওয়া হবে না’, ‘খাস জমি যেখানে স্থাপনা সেখানে’।

উল্লিখিত স্লোগান লেখা ব্যানার নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের শম্ভুগঞ্জ চায়না মোড়ে চরাঞ্চলের মানুষ  ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া চায়না মোড়সংলগ্ন কৃষি জমিতে নবগঠিত ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ অন্যান্য অফিস স্থাপন না করার দাবি জানায়।

মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সারোয়ার হোসেন মণ্ডল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফজলুল হক, যুবলীগ নেতা শাহাব উদ্দিন, চর ঈশ্বরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, জাতীয় পার্টির নেতা আবু বকর সিদ্দিক, জাসদের নেতা মোশাররফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, রক্তের বিনিময়ে হলেও চরাঞ্চলের ৩৪০ একর ফসলি জমি অধিগ্রহণ করতে দেওয়া হবে না। আগামী সাতদিনের মধ্যে চর ঈশ্বরদিয়ার চায়না মোড়ে ফসলি জমিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ অন্যান্য স্থাপনা বাস্তবয়নের প্রকল্প বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ময়মনসিংহ বিভাগের নতুন প্রশাসনিক ভবন স্থাপনের স্থান নির্বাচনের লক্ষ্যে ১১ মার্চ জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ভূমি মন্ত্রণালয়ের সচিব মেজবাউল আলম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মঈন উদ্দীন আবদুল্লাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমন মুন্সী ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির ব্রহ্মপূত্র নদের তীরবর্তী চর ঈশ্বরদিয়া শম্ভুগঞ্জ চায়না মোড়, কাচারিঘাটের বিপরীতে চরগোবিন্দপুর, চরজেলখানা এলাকা পরিদর্শন করেন।