ফরিদপুর কোতোয়ালি বিএনপির সভাপতি আর নেই
ফরিদপুরের কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ফরিদপুর কোতোয়ালি থানা বিএনপির সভাপতি খন্দকার চাঁদ আর নেই। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের প্রথম জানাজা আজ বাদ জোহর রাজবাড়ী রাস্তার মোড়ে মূক ও বধির স্কুল মাঠে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর মাচ্চর ইউনিয়নের জ্ঞানদিয়া গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। এরপর শহরের আলীপুর পৌর গোরস্থানে খন্দকার চাঁদ আলীকে দাফন করা হয়।
চাঁদ খন্দকারের মৃত্যুতে শোক প্রকাশ করে জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহসভাপতি সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, ফরিদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নাননু, যুবদলের কেন্দ্রীয় কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়া, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর মিয়া, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, সাংগঠনিক সম্পাদক বি এম নাহিদুল ইসলাম প্রমুখ।